
চট্টগ্রামের হাটহাজারীতে পরিত্যক্ত পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট গোলআম গাছতল (প্রকাশ গোলগুইল্লা আমগাছতল) এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মৃতদেহ পশ্চিম মোহরা গোলাফের দোকান সোনা ফিতার বাড়ির মো. নুরুন্নবীর ছেলে মো. শরীফ (২৪)’র বলে জানা যায়। এদিকে নিহতের পরিবার থানায় মামলা দায়ের করবেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাব্বারুল ইসলাম বলেন, পরিত্যক্ত পুকুর থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে কেউ খুন করে এখানে ফেলে দিয়ে গেছে। মৃতদেহের সুরতহাল করে চমেক মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।
উল্লেখ্য,মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মদুনাঘাট চন্দ্রবিল নামক দুর্গম এলাকা থেকে মো. নাজমুল(২২) নামে এক লেগুনা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরপর হত্যার প্রধান আসামি মোঃ রাজুকে(২১) আটক করেছে র্যাব-৭।