
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার বিভিন্ন কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখা এবং স্বাস্থ্যবিধি না মানায় বিসিএস হেল্প লাইন ও ওরাকল নামের দুটি কোচিং সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামীতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে বুধবার (২৫ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, ১০ থেকে ১৫টি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্টানকে জরিমানা এবং বাকিগুলোকে সতর্ক করা হয়েছে। কোচিং সেন্টার শেষে শুরু হয় মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান।