
যশোর শহরে গভীর রাতে অ্যালকোহল পান করে হৈচৈ করে মানুষকে অতিষ্ঠ তরে তোলায় চার মাতালকে আটক করেছে পুলিশ।
আটকরা হচ্ছে গোপালগঞ্জের সুলতান শাহী গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে নয়ন হোসেন, যশোর শহরের নাজির শংকরপুর সাদেক দারোগার মোড়ের মৃত মোতালেব হোসেন মোল্লার ছেলে বুলবুল, গোপালগঞ্জ সদরের শুকতাইল গ্রামের মৃত হারিজুল ইসলাম মোল্লার ছেলে ফরহাদ মোল্লা ও যশোর শহরের বেজপাড়ার শেখের বাড়ির ভাড়াটিয়া বাবু শিকদারের ছেলে আরমান শিকদার।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় মামলা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার এস আই লিটন মিয়া জানিয়েছেন, মঙ্গলববার রাতে মোবাইল ডিউটি করার সময় রাত ২টার দিকে শংকরপুর সাদেক দারোগার মোড়ে চার যুবককে মাতলামি করতে দেখে পুলিশ। তারা অ্যালকোহল পান করে এলাকায় হৈচৈ করে মানুষকে বিরক্ত করছিলেন। এসময় তাদেরকে আটক করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ওয়াশ করানো হয়।
রাতেই তাদেরকে হাসপাতাল থেকে থানায় নেয়া হয়। হাসপাতাল থেকে মেডিকেল সনদ নিয়ে এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।