যশোর সদর উপজেলা চেয়ারম্যানকে শিক্ষক সমিতির সংবর্ধনা
কাগজ সংবাদ :
Published : Wednesday, 25 November, 2020 at 9:19 PM
বুধবার যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে। একইসাথে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপজেলা রিসার্স সেন্টারের ইন্সট্রাক্টর সাইদুল হক।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদুর রহমান,মসজিদ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস রতন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার সোহেল।