
বঙ্গবন্ধু টি-২০ কাপে আজ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। প্রথম খেলায় অংশ নেবে জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই দুটি দলই উদ্বোধনী দিনে জয় পেয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই দলের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও টি- স্পোর্টসে।
প্রথম ম্যাচে খুলনা ও রাজশাহী দুই দলই শেষ ওভারে নাটকীয় জয় পেয়েছে। রাজশাহী জয় পেয়েছে শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করে। অলরাউন্ডার মেহেদী হাসানের শেষ ওভারে ৯ রান করতে পারেনি বেক্সিমকো ঢাকা। অন্যদিকে খুলনা জিতেছে শেষ ওভারে ২২ রানের কঠিন সমীকরণ মিলিয়ে। আরিফুল ইসলামের ৪ ছক্কায় এক বল হাতে রেখেই জয়ের দেখা পায় খুলনা। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ভরপুর মাহমুদউল্লাহরা।
দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা। চট্টগ্রাম খেলবে তাদের উদ্বোধনী ম্যাচ। অন্যদিকে এটি ঢাকার দ্বিতীয় ম্যাচ। উদ্বোধনী দিনে রাজশাহীর বিপক্ষে ২ রানে হেরেছে মুশফিকরা। তাই টুর্নামেন্টের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে তারা।