Published : Thursday, 26 November, 2020 at 1:40 PM
ভারতের দক্ষিণী সিনেমা জগতের পাশাপাশি বলিউডেরও অন্যতম নাম প্রভাস। বাহুবলির মাধ্যমে যিনি সারা বিশ্বে সাড়া ফেলেছেন। সে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখেছেন সাহোর মাধ্যমেও। সব মিলে প্রভাস এই মুহূর্তে ভারতের অন্যতম বড় তারকা হিসেবে নিজের পরিচয় তৈরি করে নিয়েছেন। বেশি বাজেটের ছবির নায়ক হিসেবেই এখন তার বেশি খ্যাতি। প্রভাস এই মুহূর্তে পরপর তিনটি প্রজেক্টের সঙ্গে যুক্ত।
বর্তমানে পরিচালক নাগা অশ্বিনের ছবিতে কাজ করছেন প্রভাস। এই সিনেমায় প্রভাসের বিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন। নাগা অশ্বিনের এই ছবি দিয়ে তেলুগু ইণ্ড্রাস্ট্রিতে পা রাখছেন দীপিকা পাড়ুকোন। প্রভাস এবং দীপিকার সিনেমার নাম ঠিক হয়নি কিন্তু এর বাজেট ৩০০ কোটি বলে খবর পাওয়া যাচ্ছে। প্রভাস এবং পূজা হেগড়ের সিনেমা রাধে শ্যামের বাজেট ২৫০ কোটি।
এছাড়াও প্রভাস এবং সইফ আলি খানের সিনেমা আদিপুরুষ নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। ২০২২ সালের ১১ অগাস্ট মুক্তি পাবে এই সিনেমা। আদিপুরুষের বাজেট ৪৫০ কোটি বলে জানা যাচ্ছে। অপেক্ষা এখন ছবি গুলোর মুক্তির!