
কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার এই ফুটবলার। ডিয়েগো ম্যারাডোনা শুধু ফুটবলের কিংবদন্তিই ছিলেন না। তার প্রভাব ছড়িয়েছে বিশ্বের নানা শ্রেণি-পেশার মানুষের মনে। তার প্রভাব মানুষের মনে ঠিক কতটা, তা তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। এ প্রভাব পড়েছে ঢালিউড ও বলিউডেও। প্রতিটি অঙ্গনের মানুষই প্রিয় তারকা ফুটবলারকে হারিয়ে শোকে যেন মুহ্যমান! বাংলাদেশ ভারতের শোবিজ অঙ্গনেও তার গভীর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
সাংসদ ও বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ম্যারাডোনার একটি ছবি ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন—‘বিদায় বলব না, আপনি সবসময় আছেন।’
ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার ঢালিউড কিং শাকিব খান। কৈশোরের ফুটবল মাঠে ম্যারাডোনাকে অনুসরণ করে খেলতেন তিনি। আর সেই প্রিয় মানুষটির বিদায়ে শাকিব খান লিখেছেন ‘তার আত্মার শান্তি কামনা করছি। আমি দেখেছি সর্বকালের সেরা ফুটবলারকে। তিনি সেরাদের সেরা।’ জয়া আহসান ম্যারাডোনার একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন ‘বিদায় রাজপুত্র।’
ম্যারাডোনার মৃত্যুখবরে অনেকটা থমকে গেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ফুটবল খেলাকে কেন্দ্র করে কাটানো শৈশবের স্মৃতি তাকে বারে বারে ডাকছে। তা স্মরণ করে চঞ্চল চৌধুরী
শৈশবে সাদা-কালো টিভিতে খেলা দেখার স্মৃতিচারণ করে লিখেছেন ‘আমাদের গ্রামে চেয়ারম্যানের বাড়িতে একমাত্র সাদাকালো টেলিভিশন ছিল। তখন গ্রামে বিদ্যুতের আলো পৌঁছায়নি। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে রাত জেগে চেয়ারম্যান বাড়ির উঠোনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা। কত কত স্মৃতি। বিদায় ম্যারাডোনা। তাঁর আত্মার শান্তি হোক।’

বলিউড কিং শাহরুখ খান ওয়ার্ল্ড কাপ হাতে ম্যারাডোনার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ডিয়াগো ম্যারাডোনা আপনি ফুটবলকে আরো সুন্দর করেছেন। আপনাকে খুবই মনে পড়বে এবং পৃথিবীবাসীকে যেভাবে বিনোদন দিয়েছেন ও মুগ্ধ করেছেন স্বর্গে গিয়েও তেমনটাই করবেন। অপনার আত্মা শান্তি পাক।’
অভিনেতা অভিষেক বচ্চন মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘অপনার আত্মা শান্তি পাক কিংবদন্তি ম্যারাডোনা।’
অভিনেত্রী এশা দেওল লিখেছেন, ‘অপনার আত্মা শান্তি পাক ম্যারাডোনা। আপনি সত্যিকারের কিংবদন্তি এবং আপনি ফুটবল খেলায় আমার অনুপ্রেরণা ছিলেন।’
এছাড়া অভিনেত্রী কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর সিং ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ম্যারাডোনার প্রতি শোক প্রকাশ করেছেন।