
ফুটবল ঈশ্বরের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না আর্জেন্টিনার মানুষ। শোকে মুহ্যমান হয়ে পড়েছে গোটা জাতি। ইতিমধ্যে দেশটিতে শুরু হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বুধবারই এই শোক কর্মসূচি ঘোষণা করেছিলেন।
শুধু আর্জেন্টিনা না, পুরো বিশ্বই ম্যারাডোনার মৃত্যুতে শোকে স্তব্ধ। নানাভাবে মানুষ স্মরণ করছে এই কিংবদন্তিকে, জানাচ্ছে তার প্রতি শোক ও ভালোবাসা। লক্ষ, কোটি ভক্ত কেঁদে বুক ভাসাচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর থেকে বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ম্যারাডোনার মৃত্যুর দিন থেকেই তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, ‘আর্জেন্টিনার মানুষ সবচেয়ে বাজে খবরটি পেল। আমি যখনই খবরটি শুনেছি তা বিশ্বাস করতে পারিনি। আমি অবিশ্বাস্য রকমের দুঃখভারাক্রান্ত’।
রাষ্ট্রীয়ভাবে ফুটবল কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে কারণে ময়নাতদন্তের পর তার মরদেহ রাখা হবে নাপোলিতে। কারণ নাপোলিকে সাধারণ ক্লাব থেকে বিশ্বসেরার পর্যায়ে তুলে এনেছিলেন তিনি। এছাড়া, ম্যারাডোনার মরদেহ রাখা হবে আর্জেন্টিনার প্রেসিডেন্টের সরকারি বাসভবনেও।