
যশোরের কিসমত নওয়াপাড়ায় হামিদুল (৪৪) নামে একজন রিকশাচালককে ছুরিকাঘাত করা হয়েছে। ওই সময় তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহত হামিদুল যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হামিদুল জানান, বৃহস্পতিবার রাতে শহরের কাঠেরপুল থেকে মুন্না ও রিয়াজসহ তিনজন তার রিকশা ভাড়া নিয়ে কিসমত নওয়াপাড়ায় যায়। সেখানে গিয়ে ফাঁকা জায়গায় ফেলে তারা তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। ওই সময় রিকশাচালক হামিদুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।