
করোনার বিধিনিষেধ সংক্রান্ত আরেকটি নিয়ম ভঙ্গ করলে পুরো পাকিস্তান দলকে বাড়ি পাঠিয়ে দেয়া হবে বলে সতর্ক করেছে নিউজিল্যান্ড সরকার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খানকে এভাবে বার্তা দিয়েছে দেশটি।
ওয়াসিম পাকিস্তানি ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়েছেন। সেই মেসেজটি আবার ক্রিকইনফো পেয়েছে।
মেসেজে এভাবে সবাইকে সতর্ক করেছেন ওয়াসিম, ‘বয়েজ, আমি নিউজিল্যান্ড সরকারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, তিন-চার বার নিয়ম ভাঙা হয়েছে। আমাদের তারা চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে। বলেছে, আর একবার ভাঙলে গোটা দলকে বাড়ি পাঠিয়ে দেবে।’
‘আমি বুঝতে পারছি, নিয়ম মানা কঠিন। কিন্তু এটা দেশের সম্মানের ব্যাপার। ১৪টা দিন দেখ। এরপর সবাই স্বাধীনভাবে রেস্টুরেন্টে যেতে পারবে, ঘুরতে পারবে।’
পাকিস্তান দলের নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলার কথা। বিশেষ ফ্লাইটে দেশটিতে যাওয়ার পর পাক ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
এর মধ্যে নিউজিল্যান্ডে যাওয়ার পর ছয় ক্রিকেটার পজিটিভ হন। অথচ পিসিবি বলেছিল, কেউ পজিটিভ নেই।
ওই ছয়জন এখন আইসোলেশনে আছেন।