
যশোরে শুক্রবার নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে একশ’ ১৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, ১০ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ১৯ হাজার নয়শ’ ৩১ নমুনা সংগ্রহ করা হয়েছে যশোরে। এর বাইরে যশোরের অনেক মানুষ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের মতো করে নমুনা দেন। সেই ফলাফলও গ্রহণ করেছে যশোর স্বাস্থ্যবিভাগ। সবমিলিয়ে ফলাফল পাওয়া গেছে ২০ হাজার দুশ’ ৮৭ জনের। এরমধ্যে আক্রান্ত হয়েছেন চার হাজার তিনশ’ ৮৫। সুস্থ হয়েছেন চার হাজার ৫৮ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন সাতজন। এখনো পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে দুশ’ ৫৭ রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া ফোকাল পার্সন ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্যে তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।