
যশোর সদর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হাসানের আত্মার মাগফিরাত কামনায় ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মাবাদ মরহুমের পরিবারের পক্ষ হতে ইউনিয়নের মসজিদে-মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামনগর রেলগেট বায়তুল আমান জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আব্দুল আজিজ, সহসভাপতি নূর মোহাম্মদ মনু, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম সম্পদক শহিদ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দীন, বিএনপি নেতা মাসুদুর রহমান শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাজু আহম্মেদ, রামনগর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসানুজ্জামান হাসু।
দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বক্কর সিদ্দিকী। দোয়া শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়।
রেজাউল হাসান বুধবার ঝিকরগাছায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।