
যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে শুক্রবার দিনব্যাপী গণসংযোগ করেছেন দু’প্রার্থী। হাঁস প্রতীকের অ্যাডভোকেট সেতারা খাতুন ও কলস প্রতীকের জ্যোৎস্না আরা মিলি। এ দু’ প্রার্থী দিনভর বিভিন্ন এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেন। এ সময় দু’জনেই উপজেলা পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার করেন।
হাঁস প্রতীকের প্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন নরেন্দ্রপুর, পদ্মবিলা, বসুন্দিয়া, কচুয়া ও মুড়লি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাসেম আলী, আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ, ইউপি সদস্য শাহনাজ পারভীন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাগর খান, যুগ্ম আহ্বায়ক মুস্তাক টিটু প্রমুখ।
অপরদিকে, কলস প্রতীকের প্রার্থী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি শহরের কাজীপাড়া, ঢাকা রোড, কিসমত নওয়াপাড়া, বৌবাজার ও দড়াটানা এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজেদা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী বানু খাতুন, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহেনা পারভীন, সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, শিউলি মির্জা, সদস্য রুবিনা আক্তার প্রমুখ।