
মা-মাবার পাশ থেকে চুরি হওয়া ১৫ দিন বয়সী শিশুর মরদেহ বাবার স্বীকারোক্তিতে সেপকিট ট্যাংক থেকে উদ্ধার হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার হাওয়াখালি গ্রাম থেকে শুক্রবার দিবাগত রাতে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে তার পিতা সোহাগ হোসেনকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে শিশুটি চুরি হয় বলে থানায় অভিযোগ দিয়েছিল তার মা-বাবা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আসাদুজ্জামান। হতভাগ্য শিশুটির নাম সোহান হোসেন। শিশুটির অসুস্থ মা ফাতেমা বেগম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সাতক্ষীরা থানার ওসি আসাদুজ্জামান জানান, হাওয়াখালি গ্রামের সোগাহ হোসেন ও ফাতেমা দম্পতির ১৫ দিন বয়সী শিশু সন্তান সোহান হোসেন চুরি হয়েছে বলে বৃহস্পতিবার বিকেলে থানায় খবর দেয়া হয়। এর ভিত্তিতে পুলিশ ওই সময় থেকেই তদন্ত শুরু করে। শুক্রবার দুপুরে সোহানের পিতা থানায় একটি জিডিই করেন। থানা পুলিশের সাথে শিশুটিকে খুঁজতে শুরু করে পিবিআইও। এর অংশ হিসেবে তারা শিশুটির পিতা ও মাকেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তার ভিত্তিতেই পিতা সোহাগের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাড়ির সেপটিক ট্যাংকির মধ্য থেকে সোহানের লাশ উদ্ধার করে।
ওসি জানান, সোহানের মা-বাবা অত্যন্ত দরিদ্র। সন্তানকে হারিয়ে শিশুটির মা বাকরুদ্ধ ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি আসাদুজ্জামান।