
বিয়ে ভাঙল শবনম ফারিয়ার । সারাজীবন একসাথে থাকার জন্য বছর দুয়েক আগে বাঁধা গাঁটছড়া আইনগতভাবে খুলে গেছে ২৭ নভেম্বর। বাংলাদেশে বর্তমানের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। গত বছরের শুরুর দিকে বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। শুক্রবার তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে।
বিচ্ছেদের পেছনে শবনম ফারিয়ার কোনো অভিযোগ নেই। বিচ্ছেদ পত্রে সই করেন তারা।
এ প্রসঙ্গে শবনম ফারিয়া গণমাধ্যমকে জানান, ‘আমরা ভালোবেসে বিয়ে করেছি। অনেক পরিকল্পনা ছিল সংসার ঘিরে। কিন্তু নানাবিধ কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে আমরা দুজনে মিলেই দলছুট হওয়ার মতো কঠিন সিদ্ধান্তটি নিয়েছি।’
গত বছরের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে হয় শবনম ফারিয়া ও অপুর। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়া-অপুর পরিচয় হয়। এর পর বন্ধুত্ব থেকে প্রেম। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের।