
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক সালমা ইয়াসমিন হুরি। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু। প্রধান বক্তা ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকলিমা খাতুন লাকি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু ও আওয়ামী লীগনেতা মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান রয়েল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন,উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রিনি খান,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, যবিপ্রবি'র শহীদ মশিয়ূর রহমান হলের সভাপতি বিপ্লব দে শান্ত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এমএম কলেজ ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন। সম্মেলন শেষে ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি পদে সালমা ইয়াসমিন হুরি ও সাধারণ সম্পাদক পদে নাসরিন সুলতানা সাথী নির্বাচিত হন।