
শনিবার গোপালগঞ্জের মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ও নারী বিভাগে একই প্রতিষ্ঠানের নাঈমা আক্তার প্রথম হয়েছেন।
সকালে পুরুষদের ১০ কিলোমিটার সাঁতারে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ও তৃতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া। মহিলাদের ৮ কিলোমিটার সাঁতারে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জুলি আক্তার এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সবুরা খাতুন।
প্রথম স্থান অর্জনকারীদের ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ১০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৭ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে দেয়া হয়েছে ৩ হাজার টাকা করে।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।