
যশোরের মণিরামপুরে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৪০) আত্মহত্যা করেছেন। তার মৃতদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন জানান, শুক্রবার দুুপরে মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে ওই যুবক চলন্ত ট্রাক থেকে সড়কের ওপর লাফ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে রাতে তাকে যমেক হাসপাতালে রেফার করা হয়। সেখানকার অ্যাম্বুলেন্সচালক এখলাস তাকে যমেক হাসপাতালে এনে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। কী কারণে তিনি ট্রাক থেকে লাফ দেন তা জানা যায়নি।