
‘কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা ' এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের লালপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২০ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে থানা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপ¯ি'ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম,লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, মাহমুদুল হক মুকুল, নাটোর জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদ সম্পাদক তহিদুল ইসলাম বাঘা। মেলায় উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।