
ব্যথা লেগেছে ফিল্ডিংয়ের সময়। তারপরও তিনি ব্যাটিং করেছেন। সেই সময় অস্বস্তিবোধ করছেন বা ব্যথা অনুভব করছেন। যদিও উইকেটে ছিলেন অল্প সময়। জয়ের হাত মেলানো দূরত্বে লিটন দাসের সঙ্গে ৫ রানে অপরাজিত থেকে দলকে ৯ উইকেটে জিতিয়ে সাজঘরে পা রেখেছেন মুমিনুল হক। কিন্তু রাত পার হলেও রোববার তার ডান হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে।
এর ফলে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট খেলা হবে না মুমিনুল হকের।
বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, গাজী গ্রুপ চট্টগ্রামের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হকের ডান হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। তাই তার পক্ষে আর বঙ্গবন্ধু টি-২০ আসরে মাঠে নামা সম্ভব হবে না।
কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে? এ প্রশ্নের তাৎক্ষণিক জবাব নেই দেবাশীষ চৌধুরীর কাছে। তার ব্যাখ্যা, সোমবার ফিজিওসহ বসে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। আনুমানিক তার কতদিনের মাঠের বাইরে কাটাতে হবে, সেটা তখনই জানা ও বোঝা যাবে।