
বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্টে আগামীকাল সোমবার মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনা। দু’ম্যাচ খেলেও জয়ের স্বাদ নিতে পারেনি ঢাকা। তিন ম্যাচে খুলনার জয় একটিতে। শেষ দু’টি ম্যাচই হেরেছে মাহামুদুল্লাহরা। এসব বিবেচনায় জয়ের জন্য মরিয়া দল দু’টি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা-খুলনার ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার রাজশাহীর কাছে মাত্র ২ রানে হারে ঢাকা। দ্বিতীয় ম্যাচে চরম ব্যর্থ হন ঢাকার ব্যাটসম্যানরা। চট্টগ্রামের বোলারদের সামনে ৮৮ রানেই অলআউট হয় ঢাকা। প্রতিপক্ষকে সহজ টার্গেট দিয়ে ৯ উইকেটে ম্যাচ হারে ঢাকা।
জয় দিয়ে শুরু করেছিলো খুলনা। আরিফুল হকের ব্যাটিং নৈপুন্যে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারায় খুলনা। শেষ ওভারে ২২ রানের প্রয়োজন দাপট দেখিয়ে পূরণ করেছেন আরিফুল। স্পিনার মেহেদি হাসান মিরাজকে ৪টি ছক্কা মারেন আরিফুল। ৩৪ বলে ২টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন আরিফুল।
আরিফুল ঝলকে প্রথম ম্যাচ জিতলেও, পরের দুই ম্যাচে মুখ থুবড়ে পড়ে খুলনার। মিনিস্টার রাজশাহীর কাছে ৬ উইকেটে ও গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে ৯ উইকেটে হার মানে খুলনা।
দলের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এখনো নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দু’জনের পারফরমেন্স দলের উপর প্রভাব ফেলেছে। সাকিব তিন ম্যাচে ৩০ রান ও ১ উইকেট নিয়েছেন। মাহমুদউল্লাহ ২৪ ও ১ উইকেট নিয়েছেন। তাই জয়ের ধারায় ফিরতে হলে সাকিব-মাহমুদউল্লাহকে ব্যাট-বল হারে জ্বলে উঠতে হবে।