
ঘুরে দাঁড়িয়ে জয়ের কিছুটা আভাস দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। তারপরও শেষ রক্ষা হয়নি। তাদের হারিয়ে প্রেসিডেন্ট কাপ হকির শিরোপা জিতেছে বাংলাদেশ হকি ফেডারেশনের সবুজ দল। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার ফাইনালে সেনাবাহিনীকে ৩-২ গোলে হারায় বাহফে সবুজ দল। সবুজ দলের আশরাফুল আলম দুটি ও রাজীব দাস একটি গোল করেন। সেনাবাহিনীর দুই গোলদাতা আহসান হাবিব ও মিলন হোসেন।
ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে সবুজ দলকে এগিয়ে নেন আশরাফুল। পরে ব্যবধান দ্বিগুণ করেন রাজীব। ৫৪ মিনিটে আহসান ও দুই মিনিট পর মিলনের গোলে সমতায় ফেরে সেনাবাহিনী।
৫৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল সবুজ দলকে ফের এগিয়ে নেন। বাকিটা সময় এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা দুই দল হিসেবে ফাইনালে উঠেছিল এই দুই দল। পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল সেনাবাহিনী। দ্বিতীয় স্থানে ছিল সবুজ দল। সেরা খেলোয়াড় হয়েছে সেনাবাহিনীর মিলন হোসেন।