
চেলসির বিপক্ষে ড্র করে শীর্ষে ফিরেছে টটেনহ্যাম। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি বনাম টটেনহ্যামের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে পয়েন্ট ভাগাভাগি করলেও লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম।
অন্যদিকে, ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আরেক জায়ান্ট দল আর্সেনাল।
স্টামফোর্ড ব্রিজে হোসে মরিনহোর শিষ্যদের আতিথেয়তা জানায় চেলসি। তবে দু’দলই কোনো উল্লেখযোগ্য আক্রমণ চালাতে পারেনি। ফলে ড্রতেই শেষ হয় ম্যাচটি।
এমিরেটস স্টেডিয়ামে অন্য ম্যাচে খেলার ২৭ মিনিটে পেদ্রো নেতো উলভকে এগিয়ে দেন। তবে তিন মিনিট পরেই গাব্রিয়েল গানারদের সমতায় ফেরান। কিন্তু বিরতির আগেই দানিয়েল পোদেনেস সফরকারীদের হয়ে জয়সূচক গোলটি করেন।
১০ ম্যাচে টটেনহ্যাম হটস্পার ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ১৯ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি।