
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে সোমবার বিকেলে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্যা গ্রামের পঙ্গু আব্দুস সামাদকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এটি প্রদান করেন যশোর জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক মাযহারুল ইসলাম খোকা মাযহার, কচুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ, ইছালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাবার হোসেন, সদস্য সুমন হোসেন, নাজমুল হোসেন, ফয়সাল খান ও ছাত্রলীগের নেতা রায়হান হোসেন সুমন।