
গভীর রাতে যশোরের দড়াটানা ট্রাফিক বক্সের সামনে অ্যালকোহল পান করে জনসাধারনের বিরক্ত সৃষ্টি করায় দুই মাতালকে আটক করেছে পুলিশ।
এরা হচ্ছে, ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইলের কাকুরিয়া গ্রামের বর্তমানে যশোরের ঘোপ সেন্ট্রাল রোড মসজিদের পাশের কচু মিয়ার বাড়ির ভাড়াটিয়া নেয়ানুদ্দীনের ছেলে ইকবাল হোসেন ও যশোরের ধর্মতলা খোলাডাঙ্গা এলাকার অ্যাডভোকেট জিএম আবুল কালামের বাড়ির ভাড়াটিয়া জব্বারের ছেলে ফরিদ হোসেন।
পুরাতনকসবা পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জল কবির জানিয়েছেন, ২৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটায় ইকবাল হোসেন ও ফরিদ হোসেন শহরের দড়াটানা মোড় ট্রাফিক বক্সের সামনে নেশা জাতীয় মাদকদ্রব্য অ্যালকোহল পান করে মাতলামি করছিল। এ সময় জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয়। আটকের পর তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়। ৩০ অক্টোবর দুপুরে তাদের আদালতে সোপর্দ করে।