
যশোরে বিজয় দিবসের অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। করোনার ঝুঁকিমুক্ত থাকতে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে মুক্তিযোদ্ধাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবস উদযাপন সংক্রান্ত অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, হাঁটা প্রতিযোগিতা, কুচকাওয়াজসহ বেশিরভাগ অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হবে। অনুষ্ঠিত হবে দোয়া। চলবে এতিমখানায় খাবার প্রদান। বিজয় দিবস উপলক্ষে ভার্চ্যুয়ালি আলোচনা সভার আয়োজন করবে জেলা প্রশাসন। উপহার প্রদান করা হবে মুক্তিযোদ্ধাদের।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভার্চ্যুয়ালি আলোচনা সভার আয়োজন করা হবে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, সিভিল সার্জন শেখ আবু শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন মনি, রবিউল আলম, রাজেক আহম্মেদ, মোজাহারুল ইসলাম মন্টু প্রমুখ।