
টানা দুটি হারের পর শেষ ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ তারা শেষ করেছে ১৩ রানে জিতে। ২-১ এ পিছিয়ে থেকে সিরিজ শেষ করলো সফরকারীরা।
ক্যানবেরার মানুকা ওভালে বুধবার বিরাট কোহলির ইতিহাস গড়ার ম্যাচে ভারত ৫ উইকেটে ৩০২ রান করে। তিন ম্যাচেই তাদের দলীয় স্কোর তিনশ ছাড়ায়। তবে আগের দুই ম্যাচে ভারতের বিপক্ষে দলীয় স্কোরের রেকর্ড গড়া অস্ট্রেলিয়া শেষ ওয়ানডেতে অলআউট ২৮৯ রানে! শেষ ওভারের তৃতীয় বলে অ্যাডাম জাম্পাকে এলবিডাব্লিউ করে স্বস্তির জয় পায় সফরকারীরা।
আগামী শনিবার এই শহরেই প্রথম টি-২০ খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। এরপর সিডনিতে ফিরে যাবে দুই দল, সেখানে ৬ ও ৮ ডিসেম্বর হবে শেষ দুটি ম্যাচ।