
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, দেশের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সরকার দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। তাই খুব দ্রুত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে।
প্রতিমন্ত্রী বুধবার বিকেলে মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন-বাসুদেবপুর বাজার ভায়া কাশিনগর ইউপি সড়কের উন্নয়নের কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরিউক্ত কথা বলেন।
বাসুদেবপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জালাল উদ্দীন খাঁর সভাপতিত্বে ও যুবলীগনেতা প্রভাষক আলাউদ্দীন লিটনরে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর জেলা নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী সরদার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দীন।