
বর্ণাঢ্য আয়োজনে যশোরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন যশোরের সহযোগী সংগঠনের আয়োজনে কালেক্টরেট চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাঙ্গণে শেষ হয়। এরপর রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও সেভিয়ারের নির্বাহী পরিচালক জাহিদ হাসান টুকুন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফাউন্ডেশন সার্ক মণিরামপুরের নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, ভগ্নি নিবেদিতা মঞ্চ কেশবপুরের পরিচালক অ্যাডভোকেট রতœা চন্দ্র, রুডো মণিরামপুরের পরিচালক সৈয়দ সিরাজুল হক, দীপ্ত ফাউন্ডেশনের পরিচালক বেগম আফরোজ, পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার পরিচালক বাবুল আলী গোলদার, জেডিও ঝিকরগাছার পরিচালক মনিরুজ্জামান, পল্লী প্রগতি যশোরের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এডাবের সাধারণ সম্পাদক শাহজাহান নান্নু।