Published : Wednesday, 2 December, 2020 at 9:21 PM
যশোর জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের উদ্যোগে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে খো খো টুর্নামেন্ট। প্রতিষ্ঠিত ক্লাবসমূহ এন্ট্রি ফি দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। এন্ট্রি ফি তিন হাজার টাকা। আবেদন ফরম বিতরণ শুরু হবে ৭ ডিসেম্বর থেকে। খেলোয়াড়ের খসড়া তালিকা প্রকাশ করা হবে ১২ ডিসেম্বর। এন্ট্রিকৃত ক্লাবসমূহের সাথে বাইলজ ও আইন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। যশোর জেলার বাইরের কোনো খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না। খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।