
যশোর সদর উপজেলার বাহাদুরপুরে একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ পিছ সোনার বারসহ আটক পঙ্কজের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসাথে আদালত অপর দু’জনের রিমান্ড নামঞ্জুর করেছেন। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পুলিশের চাওয়া দশদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। পঙ্কজ ঢাকার গেন্ডারিয়া থানার কালীগঞ্জ শাহ রোডের শোভন দত্তের ছেলে। অপর দু’ আসামি
মুন্সিগঞ্জের গোলাপরায় গ্রামের গোস্ট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মাঝিয়াড়া গ্রামের মিন্টু সাহার ছেলে প্রদীপ সাহা।
গত সোমবার দুপুরে উপজেলার বাহাদুরপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে ফেম পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়। বাসটি শরীয়তপুর থেকে বেনাপোলে যাচ্ছিল। ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ৩০টি সোনার বার উদ্ধার করা হয়; যার ওজন সাড়ে তিন কেজি। উদ্ধারকৃত সোনার মূল্য দু’ কোটি ৪১ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন কোতোয়ালি থানার ওসি সুমন ভক্ত। তিনি এ মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত একজনের দু’দিন ও অপর দু’জনের রিমান্ড নামঞ্জুর করেছেন।