
একবার আমাগের এলেকায় রক্ত দিয়া কম্মসুচি হচ্চে। জুয়ান ছাবাল মাইয়েরা এই অনুষ্টানের আয়োজন কইরেচে। তারা কম্মসুচির নাম দেচে লাল ভালবাসা। রক্তের অভাবে কেউ যেন মইরে না যায় সে জন্যি লোকজনরে সচেতন কত্তি এই আয়োজন কইরেচে কলেজে পড়া ছিলেপিলে। পেত্তমে ওগের বহুত লোকে টিটকেরীও কইরেচে। কিন্তুক লিকাপড়া করা ছেলেপিলে ওসব কতায় কান দেবে ক্যান!
এক ছুটির দিনি আমাগের ইশকুলের মাঠে ছামিয়ানা ট্যাঙায়ে চিয়ার পাইতে অনুষ্টান শুরু করবে। শুরুর আগে আমাগের চিয়ারমেন সাহেবরে দাওয়োত দেচে বক্তিমা দিয়ে কম্মসুচি বউনী করার জন্যি। বক্তিমা চলচে, ছবি তুলার হড়িক লাইগে গেচে। এর মদ্দি হটাস একজন কলে, চিয়ারমেন চাচা আপনি এক ফুটা রক্ত দেন পরীক্কে কইরে দিবানে কোন সমিস্যা আচে কিনা। লোকের পোকে পইড়ে চিয়ারমেন সাহেব রক্ত দিয়ে গেচে পরীক্কের জন্যি। দুপার বেলায় বাড়িত্তে মোড়ে আয়ছি কি হচ্চে দেকতি। এরমদ্দি পরিষদের হাইতনেই দেকি লোকের জটলা। গিরাম পুলিশরা পানির জগ নিয়ে পাল্লা দিয়ে দৌড়োচ্চে। হৈ হল্লা দেইকে পায় পায় আইগোয় গেলাম। যাইয়ে দেকি চিয়ারমেন সাহেব ঘাইমে একাকার। মুক চোক রাঙা। গা মাতা ঘাইমে সুতায় যাচ্চে। কি হইয়েচে জানতি চাওয়ার আগেই চিয়ারমেন কুক ছাইড়ে কাইন্দে উইটে কলে আক্কেলরে আমার সব শেষ হইয়ে গেছে। তাই শুইনে আমি থ’। কি কবো বুজেই উটতি পাল্লাম না। এর মদ্দি চিয়ারমেন চা যা কলে তা হেজেমানে কল্লি দাড়ায়, ছিলেপিলে যে রক্ত নিলো পরীক্কে করার জন্যি তাতে তার যে রিজাল্ট আউট বের হইয়েচে তাতে লিকা আচে এইচআইভি মানে এইডস রোগ নেগেটিব। রিজাল্ট নেগেটিব শুইনেও চিয়ারমেন চা মাতা ঘুইরে পইড়ে যাওয়ার জুগাড়। শুদু এট্টা কতায় কচ্চে তোর চাচীর সুমকি কি কইরে মুক দেকাবো। পরে তারে কলাম ওরে বাপু নেগেটিব মানে ভালো পজিটিব মানেই খাইন বাইদেচে। আমার কতা শুইনে মনে হইলো তার ধড়ে জান ফিরে আইয়েচে। কলে ঠিক কচ্চিস তো!
এই ঘটনা করোনা হওয়ার বহুত আগের ঘটনা। একন স¹লি পজিটিব, নেগেটিব বোঝে। কয়দিন ধইরে শুনতিচি কনে যেন পুলিশ সদস্যগের ডোপ টেস হচ্চে, তাতে যাগের পজিটিব আসচে তাইগের চাকরিত্তে খেদায় দেচ্চে। তাই শুইনে এক মুরুব্বী কলে ডোপ টেস না কইরে ঘুষ টেস কল্লি পাইত্তো, তাতে দেকা যাইতো কয়জনের কি রিজাল্ট আসে!
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩