
যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৬শ’ পিস ইয়াবাসহ দ্ইু কারবারী আটক হয়েছে। বাঘারপাড়ার জামদিয়া দাতপুরের হাজী আব্দুল মালেক বিশ্বাসের ইটভাটার পাশের মোস্তাক মেম্বারের বাঁশবাগান থেকে এই আটক ও উদ্ধার হয়। আটককৃতরা হচ্ছে, খুলনা কেএমপি এলাকার কেডিয়া গাইকুর আড়ংঘাটার আলতাফ শেখের ছেলে মোহাম্মদ ইদ্রিস শেখ (৩৬) ও মৃত আব্দুল সালাম খাঁর ছেলে দুলাল খাঁ (৩৪)। এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনায় জড়িত আরো কয়েকজনকে খোঁজা হচ্ছে।
জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ সোমেন দাস জানিয়েছেন, ১ ডিসেম্বর এসআই শামীম হোসেন, এসআই নুর ইসলামসহ সঙ্গীয় ফোর্স বাঘারপাড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। জামদিয়া দাতপুর থেকে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় দুলাল খাঁ ও ইদ্রিস শেখ আটক হয়। এ ব্যাপারে বাঘারপাড়া থানার মাামলা নাম্বার ১।
২ ডিসেম্বর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১০ (ক) মামলাটি রের্কড হয়েছে।