
যশোরে ৭২ পিছ ইয়াবাসহ দু’ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার বিরামপুর গাবতলার আব্দুল কাদেরের ছেলে আক্তারুজ্জামান ওরফে অনিক ও শহরের টালিখোলা ঘোষপাড়ার স্বপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া উজ্জ্বল হোসেনের ছেলে পলাশ হোসেন।
সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন, পহেলা ডিসেম্বর রাতে খবর পান শহরের দড়াটানা ভৈরব চত্বরের সামনে দু’ যুবক ইয়াবা বেচাকেনা করছে। এরপর অভিযান চালান তিনি। ওই সময় আক্তারুজ্জামান অনিক ও পলাশ হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে অনিকের কাছ থেকে ৭২ পিছ ইয়াবা উদ্ধার করেন তিনি। পরে তাদের দু’জনকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।