
ম্যারাডোনার মৃত্যুর পর মেসি প্রথম খেলতে নামেন গত রোববার। ওই ম্যাচেই গোলের দেখা পাওয়ায় জার্সি খুলে ‘ম্যারাডোনা স্টাইলে’ আকাশের দিকে দুই হাত তুলে ফুটবল ঈশ্বরকে স্মরণ করেন মেসি। গায়ে ছিল আর্জেন্টাইন ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েস ক্লাবের ১৯৯৩-৯৪ মৌসুমের জার্সি । ঐ মৌসুমে ১০ নম্বর জার্সি গায়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন ম্যারাডোনা।
জার্সি খুলে অন্য একটি জার্সি দেখানোয় মেসিকে জরিমানা গুণতে হবে ৬০০ ইউরো। যা বাংলাদেশি টাকায় ৬১ হাজার টাকা। কারণ আইন অনুযায়ী জার্সি খুলে কোনও ধরনের বিজ্ঞাপন, স্লোগান অথবা বার্তা দেখানোর নিয়ম নেই খেলোয়াড়দের । লা লিগয় ওই ম্যাচে ৭৩ মিনিটের সময় ওসাসুনার বিপক্ষে গোল করেই উদযাপন করেছিলেন বার্সা সুপারস্টার।