
করোনায় আক্রান্ত হয়ে ২৬ নভেম্বর থেকে সেল্ফ আইসোলেশনে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। তার দ্রুত সুস্থতা কামনা করে বুধবার একটি চিঠি দিয়েছেন বিশ্বের শীর্ষ ফুটবল সংস্থা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
টানা চতুর্থবার বাফুফের প্রধান নির্বাচিত হওয়া সালাউদ্দিনকে বন্ধু সম্বোধন করে ইনফান্তিনো ওই চিঠিতে লিখেছেন, ‘কোভিড পরীক্ষায় আপনার পজিটিভ হওয়ার খবর জানতে পেরেছি। জুরিখ থেকে আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের পক্ষে এবং ব্যক্তিগতভাবে দ্রুত আপনার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। আশা করি শিগগিরই আপনাকে সুস্থ দেখতে পারবো।
চিঠির শেষ দিকে ফিফা প্রধান আরও লিখেছেন, স্বাস্থ্য সবার আগে। দূর থেকে হলেও এই কঠিন সময়ে আপনার পাশে আমি আছি।