
মণিরামপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুিষ্ঠত হয় এ সভা। সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক নেতৃবৃন্দের নাম জানাতে বলা হয়। এ সময় ছয়জন নেতা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন। সভায় নেতৃবৃন্দ ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারায় মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র কামরুজ্জামান কামরুল, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট বশির আহমেদ খান।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। পৌর কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। পৌর কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এ সময় পৌরসভার সব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।