
বঙ্গবন্ধু টি-২০ কাপে আর খেলতে পারছেন না শফিউল ইসলাম। জেমকন খুলনার ডানহাতি এই পেসার ছিটকে পড়েছেন পিঠের ইনজুরিতে। পুরো টুর্নামেন্টেই আর খেলা হবে না তার। ফলে বাধ্য হয়েই শফিউলের স্থলাভিষিক্ত বেছে নিতে হচ্ছে খুলনাকে। বদলি হিসেবেও আরেক ডানহাতি পেসারকে দলে ভিড়িয়েছে তারা। কপাল খুলেছে পেসার খালেদ আহমেদের।
তবে নিয়ম মেনে দলের সঙ্গে যোগ দেয়ার আগে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে খালেদকে। সে পরীক্ষায় পাস করলে তবেই ছাড়পত্র পাবেন এই পেসার।
চলতি টুর্নামেন্টে নিজেদের ৪ ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে খুলনা। মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের মতো বড় তারকাকে নিয়ে গড়া দলটি ৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিন নম্বরে।