
যশোর শহরের বেজপাড়ায় ছুরিকাঘাতে জিয়া খান নামে এক য্বুক আহতের ঘটনায় বৃহস্পতিবার আদালতে মামলা করেছেন তার ভাই টুটুল খান। এ মামলায় আহত রাব্বিসহ তিনজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হচ্ছেন, বেজপাড়া সাদেক দারোগার মোড়ের কাশেমের ছেলে হাসান ও রাজমিস্ত্রি মোস্তর ছেলে শামীম। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন।
মামলায় টুটুল খান উল্লেখ করেছেন, গত পহেলা ডিসেম্বর রাত সাড়ে সাতটার দিকে বাদীর ভাই জিয়া খান ও আসামি রাব্বি এলাকার একটি ফাঁকা স্থানে ব্যাডমিন্টন খেলা করছিলেন। ওই সময় খেলা সংক্রান্ত বিষয় নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাব্বি তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে হত্যার উদ্দেশে জিয়া খানকে আঘাত করেন। ঘটনাস্থলে উপস্থিত অপর দু’ আসামি হাসান এবং শামীমও জিয়া খানকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন আহত জিয়া খানকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।