বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সপ্তাহব্যাপী কারাতে প্রশিক্ষণের সমাপনী হয়েছে শুক্রবার। এ উপলক্ষে সকাল ১১টায় শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারিতে এক অনুষ্ঠানের আয়োজন করে কারাতে পরিষদ। পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সিটি ক্যাবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বাবু। এ সময় বক্তৃতা করেন কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন টুটুল। উপস্থিত ছিলেন কারাতের জাতীয় প্রশিক্ষক জসিম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন কারাতে পরিষদের সম্পাদক আনোয়ার হোসেন।