
সাবেক মন্ত্রী খালেদুর রহমান টিটোর সুস্থতা কামনা করে যশোরে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে সদর উপজেলার লেবুতলা, চাঁচড়া, আরবপুর ইউনিয়নসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মাদ্রাসা ও মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। লেবুতলা ইউনিয়নের আহলে হাদিস জামে মসজিদ, আরবপুর ইউনিয়নের মন্ডলগাতি মাদ্রাসা, চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া বাজার মসজিদ, শহরের বেজপাড়া তালতলা মসজিদ, ষষ্টিতলা দাদাভাই মসজিদ, শংকরপুর বাস টার্মিনাল মসজিদ, ফুড গোডাউন মসজিদ, নতুন খয়েরতলা মসজিদ, পালবাড়ি কবরস্থান, গাজীরঘাট রোড মসজিদ ও এলজিআরডি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। খালেদুর রহমান টিটো বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।