
শার্শার উলাশী কাঁচাবাজার স্থানান্তর প্রক্রিয়ায় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন তিনটি স্থান পরিদর্শন করেছেন।
উলাশী কাঁচাবাজারটি দীর্ঘদিন নাভারণ-সাতক্ষীরা সড়কের পাশে খোলা আকাশের নিচে ছিল। কোনো হাটচান্নি না থাকায় ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অবস্থান করে রোদেপুড়ে পানিতে ভিজে ব্যবসা করতেন। বিষয়টি সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিনের দৃষ্টিগোচর হওয়ায় নিজ উদ্যোগে শুক্রবার বিকেলে বাজারটি পরিদর্শন করেন।
এসময় এলাকাবাসীর সাথে আলোচনার মাধ্যমে ৩টি স্থান পছন্দ করেন তিনি। অতি দ্রুত এর মধ্যে একটি স্থানে হাটচান্নি গড়ে তোলা হবে বলে বাজারের ব্যবসায়ীদের আশ^স্ত করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাহেব আলী, ইউপি সদস্য হাসান, কবির উদ্দিন, উলাশী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মনু, শ্রমিক নেতা ভুট্টো এবং ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সরদার।