
যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ঝিকরার খাল মিলঘর মোড় থেকে লাউরী মাদ্রাসা পর্যন্ত রাস্তার ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এ উপলক্ষে শুক্রবার বিকেলে খেদাপাড়া মিলঘর মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শামছুর রহমানের সভাপতিত্বে ও তারক দেবনাথের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়েদ জাকির হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর জেলা নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মোমিন, আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম জিন্নাহ, হরিহরনগর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারক দেবনাথ, রোহিতা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন লিটন, হরিহরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন রানা, ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান হাদি, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিমাংশু সরকার।