
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর যুব মহিলা লীগের সম্মেলন শনিবার স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু। প্রধান বক্তা ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী, জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকলিমা টুটুল লাকি, সাংগঠনিক সম্পাদক রিনি খান, জেলা শ্রমিক লীগের শ্রম সম্পাদক সেলিম রেজা পান্নু, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন প্রমুখ। সম্মেলনে আঞ্জুমান আরা ঝর্ণাকে সভাপতি ও ফারজানা লাবনীকে সাধারণ সম্পাদক করে নরেন্দ্রপুর ইউনিয়ন যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়।