
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হয়ে বিশে^ এগিয়ে যাচ্ছে। উন্নত দেশ হিসেবে বিশে^র কাছে পরিচিতি লাভ করতে আর বেশি সময় লাগবে না। এ কারণে দেশের স্বার্থেই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। যুবলীগ জননেত্রীর সহায়ক শক্তি হিসেবে বিবেচিত। এ কারণে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুবলীগের নেতাকর্মীদের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শার্শা উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় শনিবার তিনি এসব কথা বলেন। শার্শা উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল।