বাঘারপাড়ায় অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর)
Published : Tuesday, 5 January, 2021 at 11:12 AM

যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া বিলের মধ্যের একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল ঘটনাস্থল থেকে জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেন। মরদেহটি গলে গেছে। পরনে লাল রঙের পোশাক রয়েছে। একটি পায়ের অনেকখানি হাড় বেরিয়ে গেছে। ধারণা করা হচ্ছে এটি কোনো নারীর মরদেহ।
এর আগে সকাল ১০টার দিকে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনাস্থল থেকে জানান, মরদেহটি কমপক্ষে এক মাস আগের। বিস্তারিত পরে জানা যাবে।