
রাজশাহীর পুটিয়ায় স্ত্রী ও পাঁচ মাস বয়সী কন্যাকে হত্যার পর ঢাকায় পালিয়ে যায় ফিরোজ মন্ডল নামে এক ব্যক্তি। সোমবার রাতে এই নির্মম হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর ঢাকার গাবতলী থেকে তাকে আটক করে পুলিশ। ফিরোজ পুটিয়ার গোপালহাটি ফকিরপাড়ার লতিফ মন্ডলের ছেলে। সে পেশায় ইজিবাইক চালক।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ফিরোজ পুটিয়ায় নিজ বাড়িতে স্ত্রী পলি বেগম (২৩) ও পাঁচ মাস বয়সী কন্যা সুমাইয়াকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এর পর সে নৈশ কোচে ঢাকায় আসে। ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ তাকে গাবতলীর উৎসব সিনেমা হল এলাকা থেকে আটক করে। এর আগে খবর পেয়ে রাতেই মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী এনপি পরিবহনে এক সময় সুপারভাইজার হিসেবে চাকরি করতেন ফিরোজ। এক দুর্ঘটনায় তিনি একটি পা হারিয়ে পরে ইজিবাইক চালাতেন। কিন্তু, এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। এ নিয়ে প্রায়ই সংসারে অশান্তি লেগে থাকতো। প্রায়ই তিনি স্ত্রীকে মারপিট করতেন।