
যশোরের হুদোর মোড়ে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যাওয়া এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা মসজিদে যাওয়ার সুযোগ নিয়ে চুরি করে পালিয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন, যশোর নতুন উপশহর ৭ নং সেক্টরের প্লট এম ১৫ এর মৃত হাশেম আলী খানের ছেলে কে, এম মশফিকুজ্জামান ওরফে টুটুল।
মামলায় তিনি বলেছেন, ৭ জানুয়ারি তিনি ও তার বড় ভাই হাবিবুর রহমান খান দুপুরে যশোর সদর উপজেলার হুদোর মোড় আয়েশা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের সামনে যান। নামাজ পড়ার জন্য তার কালো ও লাল রঙের বাজাজ মোটরসাইকেল, যার নং (যশোর হ- ১৬-০৯১০) দুপুর দেড়টায় রেখে মসজিদে যান। ২০ মিনিট পর নামাজ শেষে এসে দেখেন মোটরসাইকেলটি নেই।