
জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ যশোর জেলা শাখার মতবিনিময় সভা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে গরীবশাহ রোডে বঙ্গবন্ধুর মূর্যালের পাদদেশে এ সভা অনষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি খোকন শেখ।
বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহকারী সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান ওসমান গণি, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান নান্টু, ইকরাম শেখ, সরদার আউয়ুব হোসেন, আব্দুল হালিম, সুমন হোসেন প্রমূখ। সভায় সংগঠনকে গতিশীল করার বিষয়ে ও আগামীতে রিক্সা-ভ্যান শ্রমিকদের রুটি রুজি আন্দোলনকে বেগবান করার লক্ষে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া যশোর পৌর এলাকায় রিক্সা-ভ্যান চলাচলের জন্য লাইসেন্সের দাবিকে জোরালো করার লক্ষে আগামী সভায় কর্মসূচি দেয়ার বিষয়ে আলোচনা করা হয়।