
শারদাঞ্জলি ফোরাম যশোর জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালেক্টরেট স্কুল মিলনায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য দীপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার আশরাফ হোসেন, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য অশোক রঞ্জন কাপুড়িয়া, আরআরএফ যশোরের প্রধান নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, শারদাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি আশীষ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস ও বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তপন ঘোষ।